কুকুর পরিচালনা শিখতে বিদেশে যাচ্ছেন ৭ পুলিশ সদস্য

কুকুর পরিচালনা শিখতে ও প্রাক জাহাজীকরণের সম্ভাব্যতার যাচাইয়ের জন্য ইতালিতে যাচ্ছেন বাংলাদেশের সাতজন পুলিশসহ মোট ৮ জন।
এদের মধ্যে পাঁচজনের গতকাল ১৪ই জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন এবং তিনজনের সাত দিন ইতালিতে অবস্থানের কথা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেছেন।
এদিকে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সূত্র জানায় বাংলাদেশ পুলিশের ডগস স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০ টি কুকুর করার দরপত্রে কার্যদেস পেয়েছে। প্রতিটি কুকুরের দাম পরছে ৯ হাজার ৭২ ইউএস ডলার যা বাংলা টাকা ১১ লক্ষ টাকার মত প্রায়।
এসব কুকুর পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে ইতালিতে যাচ্ছেন পুলিশের ৫ সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি আদেশের তথ্য মতে কুকুর ব্যবস্থাপনা হ্যান্ডেলিং ও প্রশিক্ষণের জন্য ১৪ দিনের জন্য ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছে পুলিশের এই ৫ জন।
পুলিশ হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুইয়া, ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মজুবুর রহমান ও সুজয় মহন্তা জয়।
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now