দেরিতে ভাত দেওয়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু ঘটেছে নীলফামারীতে

আসসালামু আলাইকুম, ডেইলি নিউজ পিন এর পাঠকবাসীকে আজকের নতুন সংবাদে স্বাগতম। আজকের সংবাদে আপনারা জানতে পারবেন দেরিতে ভাত দেওয়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর বিষয়টি সম্পর্কে।
নীলফামারীতে দেরিতে ভাত দেওয়ার কারণে স্বামী তার স্ত্রী দিনা আক্তারকে থাপ্পড় দেওয়ায় মৃত্যুর অভিযোগ উঠেছে।
নীলফামারীর সদর উপজেলার রামনগর ইউনিয়নের হাতিবান্ধা এলাকার জুম্মা পারা গ্রামে এ আকস্মিক ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে স্বামী মামুনকে ভাত দিতে দেরি করায় স্ত্রী দিনার উপর ক্ষিপ্ত হয়ে থাপ্পড় দেন তার স্বামী।
পরের দিনা আক্তার মাটিতে পড়ে গেলে মামুন নিজেই তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা খারাপ দেখে আবার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে।
তারপর থেকেই মানুম পলাতক রয়েছে। এদিকে দুপুরে স্থানীয় মাধ্যমে খবর পেয়ে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিনা আক্তারকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানান যে স্বামীর শারীরিক নির্যাতনের পর স্ত্রীর এই মৃত্যুর ঘটনাটি শুনেছি।
বিষয়টি ইতিমধ্যেই এলাকা এবং আশপাশের অঞ্চলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে এখনো কোনো পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি যদি কেউ অভিযোগ করে তাহলে আমরা এ ব্যাপারে আইন করতে ব্যবস্থা নিবো।
স্টাফ রিপোর্টার | ডেইলি নিউজ পিন ডট কম
Telegram GroupJoin Now
Facebook PageFollow Now
আপনার মন্তব্য প্রকাশ করুন।